বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

নাইক্ষ্যংছড়িতে মোবাইল কোর্টের অভিযান, চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

 
আনোয়ার হোছাইন (নাইক্ষ্যংছড়ি):

বান্দরবান জেলাধীন নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই ) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে নিয়মিত বাজার মনিটরিং অবৈধ স্থাপনার অংশ হিসেবে ফার্মেসী, রেস্তোরেন্ট ও অবৈধ করাত মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু ৷

অভিযানে জাহাঙ্গীর মেচকে অপরিষ্কার খাবার পরিবেশনের কারণে ২ হাজার টাকা, নিজাম উদ্দিন এর মালিকানাধীন রাশীয়া ঝাল বিতান কে ১৫০০ টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির কারণে বনফুল ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং লাইসেন্স বিহীন করাত কল পরিচালনার দায়ে ছাব্বির আহমদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়।

এসিল্যান্ড ইসরাত জাহান ইতু জানান, দোকানিদের পণ্যের দাম স্বাভাবিক রাখতে, মূল্য তালিকা প্রদর্শন করতে, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় না করার জন্য এবং কাঁচাবাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় না করতে দোকানদারদের নির্দেশনা প্রদান করা হয় ও গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্টভাবে স্থান দেখিয়ে দেন যানজটমুক্ত রাখার আহ্বান জানান। 

এসিল্যান্ড আরো জানান , বাজার মনিটরিং, অবৈধ ভাবে বিভিন্ন কলকারখানা পরিচালনা সহ অপরিচ্ছন্ন খাবার পরিবেশন এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!