শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

নাইক্ষ‍্যংছড়িতে ৩৭কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ

কফিল উদ্দিন জয়, নাইক্ষ‍্যংছড়ি:

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন ৭কেজি ৩৯৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়েছে।

বুধবার ১০টা ৩০ সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপির বিশেষ টহল দলের কমান্ডার নায়েক মোঃ বিপুল ইসলাম এর নেতৃত্বে টহল দল কর্তৃক বিওপি হতে আনুমানিক ১ কিঃ মিঃ উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে গর্জনবুনিয়া ময়ুরের বিল নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় ৭কেজি ৩৯৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি ।

ধারনা করা হচ্ছে পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ঐ মাদক গুলো বাংলাদেশে এনে সুযোগ বুঝে পাচার করতো চোরাকারবারিরা কিন্তু স্থানীয় বিজিবির টহল দলের অস্তিত্ব টের পেয়ে মাদক গুলো ফেলে পালিয়ে যায় পাচারে জড়িত চক্রটি।

জানা যায় নাইক্ষ‍্যংছড়িতে এই প্রথম এত উচ্চ মূল্যের মাদক ধরা পড়ছে বিজিবির হাতে, এর আগে নাইক্ষ‍্যংছড়ি উপজেলা এত দামি মাদক আইস আটক হয়নি।

ধারণা করা হচ্ছে আটক কৃত আইস গুলোর বাজার মুল‍্য আনুমানিক ৩৭ কোটি টাকা।

সীমান্তবর্তী বসবাসরত মানুষ বিজিবির সীমান্ত সুরক্ষার পাশাপাশি অব্যাহত মাদকের বিরুদ্ধে চলমান এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!