কপিল উদ্দিন জয়, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ইউনিয়নের তুমব্রু বিওপির বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন ১০,০০০ (দশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
১০ এপ্রিল সোমবার রাত ৩টা ৩০ মিনিটের সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির বিশেষ টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিওপি হতে ৪ কি.মি. উত্তর-পশ্চিম কোণে এবং মেইন পিলার-৩৪ হতে আনুমানিক ৪ কি.মি. পশ্চিম-উত্তর কোণে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের কচুবুনিয়া নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন ১০,০০০ (দশ হাজার) বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির লেঃ কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী।