শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

নাইক্ষ্যংছড়ি ও রামুতে বিজিবির বিশেষ অভিযানে ৯৫ টি বার্মিজ গরু জব্দ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার বিভিন্ন স্থান হতে ১১ বিজিবি, ৩৪ বিজিবি,পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৯৫টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

সোমবার ১ মে বিকাল ৪টায় বিজিবি,পুলিশ এবং আনসারের সমন্বয়ে কক্সবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ এর উপস্থিতিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে রামু উপজেলার গর্জনিয়া,হাজিরপাড়া, মৌলভীকাটা,বালুবাসা,ছোট জামছড়ি এবং বড় জামছড়ি এলাকা হতে ৮০টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও চাকঢালা বিওপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আরও ১৫টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবি। সর্বমোট জব্দকৃত গরুর পরিমাণ ৯৫টি। জব্দকৃত গরুর মোট মূল্য ১,১৪,০০,০০০/- (এক কোটি চৌদ্দ লক্ষ) টাকা*।

উদ্ধারকৃত গরুগুলো ব্যাটালিয়নে জমা ও পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উক্ত অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় দেশীয় গরু খামারিরা। অবৈধ পথে আসা মিয়ানমারের গরুর কারনে স্থানীয় খামারের মালিকেরা তাদের পালিত গরু মোটা তাজা কম হওয়ার কারনে বিক্রি করতে হিমশিম খাচ্ছেন। তাদের আশা এমন অভিযান অব‍্যাহত থাকলে স্থানীয়ভাবে গড়ে ওঠা খামারীরা ভবিষ্যতে ঘুরে দাড়াবেন।

উল্লেখ্য,জানুযারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ১৫ (পনের) কোটি টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।
১১বিজিবির জোন কমান্ডার লে.কর্নেল মো.রেজাউল করিম বলেন, বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!