কফিল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
“ সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার ” – এই স্লোগানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে রবিবার ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার সময়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদের সামনে এসে শেষ হয়।

বেলা ১১ টায় অফিসার্স ক্লাব সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের রোমেন শর্মার সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার মো: সোহেল মিয়া এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, উপজেলা প্রকৌশলী নজুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সদস্য সানজিদা আক্তার রুনা প্রমুখ। এসময় সামাজিক, রাজনৈতিক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।