কফিল উদ্দিন (জয়), নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে টানা বর্ষণ ও উজানের পাহাড়ি পানিতে তুমব্রু কোনার পাড়া, মধ্যম পাড়া, বাজার পাড়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।।
রবিবার (৬ আগস্ট) দীর্ঘদিন টানা ভারি বৃষ্টি বর্ষণে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাস্তাঘাটে পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের যাতায়াতে ঘটছে বিঘ্ন আর ভোগান্তি। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সেখানে মানুষেরা পায়ে হেঁটে চলাচল করছে। ছাত্র-ছাত্রীরা স্কুল যেতে বাধাগ্রস্ত হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পক্ষ থেকে ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম চালাচ্ছে। পানি কিছুটা বেড়েছে সীমান্ত এলাকায়। পাহাড়ি ঢলে কিছু রাস্তাঘাট তলিয়ে গেছে।
বন্যা ও পাহাড় ধসের পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয় প্রস্তুতি আছে বলে জানায় উপজেলা প্রশাসন।