শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির উদ্যোগে বিভিন্ন এতিম খানায় ইফতার সমগ্রী বিতরণ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্ধেগে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এতিম খানার শিক্ষার্থীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার ২৫ মার্চ বিকালে উপজেলার ১৫ হেফজখানা ও এতিম খানায় রমজানের ইফতার সামগ্রী, চাল, ড়াল, তৈল, চিনি, খেজুর, ছোলা, মুড়ি এতিম খানা ও হেফজ খানা প্রতিনিধি দের হাতে তুলে দেন জোন কমান্ডার লেঃকর্ণেল মোঃ রেজাউল করিম।

এ সময় তিনি বলেন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে জোনের ব্যবস্থাপনায় জোনের আওতাধীন মোট ১৫ টি হেফজ্ ও এতিমখানার গরীব, অসহায় ও দুস্থ এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রাফি-উস-হাসান, এ্যাডজুটেন্ট, নাইক্ষ্যংছড়ি জোন, বিজিবি সদস্যগণ, সাংবাদিক এবং ইফতার সামগ্রী গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে বলে সাংবাদিক দের জানান।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!