সোমবার, মার্চ ২৪, ২০২৫

নাজমুলের নেতৃত্ব নিয়ে ভাবছে বিসিবি

সিসিএন অনলাইন ডেস্ক:

পরিকল্পনাহীন ক্রিকেট খেলে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ করেছেন নাজমুল, সাকিব, লিটন, তানজিদ, মাহমুদুল্লাহরা। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলার যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল নাজমুলদের সামনে, সেজন্য স্বাভাবিকের তুলনায় একটু বেশিই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হতো। কিন্তু সে পথে হাঁটেনি নাজমুল বাহিনী। ইতিহাসও গড়তে পারেনি।

স্বপ্ন পূরণ করতে না পারার দায়ভার এড়াতে জাতির কাছে ক্ষমা চেয়েছেন টাইগার অধিনায়ক।
আফগনিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া ম্যাচে অপরিকল্পিত ক্রিকেট খেলায় চরমভাবে সমালোচিত হচ্ছেন অধিনায়ক নাজমুল, কোচ চন্ডিকা হাথুরাসিংহেসহ টিম ম্যানেজমেন্ট।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ পরিচালকরা ক্ষুব্ধ দলের এমন দুর্বলচিত্তের খেলায়। শোনা যায়, বিসিবি সভাপতি ঘরোয়া বৈঠক করেছেন প্রভাবশালী পরিচালকদের সঙ্গে। আলোচনার ইস্যু ছিল টি-২০ ক্রিকেটে নাজমুলের নেতৃত্ব নিয়ে। যদিও বৈঠকের বিষয়টি স্বীকার করেননি বিসিবির কোনো পরিচালক। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বৈঠকের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন, ‘এমন ধরনের কোনো বৈঠক হয়নি। আলোচনা তা পরের বিষয়। ’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, ক্রিকেট বোর্ড বিরক্ত হাতুরাসিংহের মন্তব্যে।

সুপার এইটে ওঠার পর টাইগার কোচ মিডিয়াকে জানান, দলের টার্গেট পূরণ হয়েছে। সুপার এইট ক্রিকেটাররা চাপমুক্ত ক্রিকেট খেলুক; যা আসবে সেটা বোনাস। আগামী মাসে বিসিবি পরিচালনা পর্যদের বৈঠক। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার ষোলকলা পূরণ করে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকায় ফিরছেন নাজমুলরা। দলের সঙ্গে ফিরছেন না লিটন দাস ও সৌম্য সরকার। দুই ক্রিকেটার আগামীকাল ফিরবেন।

দলের সঙ্গে আসছেন না কোচিং স্টাফও। হাতুরাসিংহে ১৮ জুলাই আসবেন। ক্রিকেটাররা ছুটি পাচ্ছেন দুই সপ্তাহ। এখন কোনো আন্তর্জাতিক শিডিউল নেই। যদিও জুলাইয়ে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলার সম্ভাব্য একটি সূচি ছিল। পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়নি বলে খেলতে রাজি হয়নি বিসিবি। আগামী বছর কোনো একসময় সিরিজ খেলতে চাইছে।

এ প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘সিরিজের বিষয়টি আমরা জেনেছি চলতি জুনে। যদি মার্চ, কিংবা এপ্রিলেও জানতাম, তাহলে প্রস্তুতি নিতে পারতাম। যেহেতু প্রস্তুতির একটি বিষয় রয়েছে। ’ এ প্রসঙ্গে ভিন্ন বিষয় আলোচনায় উঠে এসেছে। জুলাইয়ে আফগানিস্তান সিরিজ হলে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও গ্লোবাল টি-২০ সুপার লিগ খেলতে পারতেন না। ১ জুলাই শুরু হবে এলপিএল এবং ২৫ জুলাই শুরু কানাডার গ্লোবাল টি-২০ সুপার লিগ।

এলপিএলে খেলবেন তাসকিন আহমেদ। গ্লোবাল লিগে খেলবেন সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, লিটন দাস ও রিশাদ হোসেন। বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে হতাশ ক্রিকেটপ্রেমীরা। অথচ এ হতাশার জায়গায় আনন্দ, উচ্ছ্বাসে কাটাতে পারতেন ক্রিকেটাররা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!