সিসিএন ডেস্কঃ
নাফনদীতে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে দুই বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হয়েছে। রোববার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সীমান্তে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। এরমধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক। রোববার দুপুর ১ টার দিকে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত জেলে ও স্বজনরা জানান, রোববার সকালে মাছ ধরার জন্য ১০ জন জেলে নাফনদীতে যায়। এসময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়।
জেলেদের দাবী তারা বাংলাদেশের জলসীমায় ছিলেন।