সিসিএন নিউজ:
কক্সবাজারের টেকনাফের নাফ নদের তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মুখ বিকৃত হওয়ায় মরদেহের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (১৩ জুলাই) শনিবার দুপুর ১টার দিকে টেকনাফের দমদমিয়া-সংলগ্ন নাফ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাংলা ট্রিবিউনকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ নৌপুলিশের ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস।
তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে নাফ নদে ভাসমান লাশের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পরনে ছিল হাফপ্যান্ট।’
তপন কুমার বিশ্বাস আরও বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’