শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

নৌকায় মিললো সোয়া ৭ কেজি আইস ও ইয়াবা, মিয়ানমারের দুই যুবক গ্রেফতার

সিসিএন অনলাইন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৭ কেজি ৩৮২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই যুবককে গ্রেফতার করেছেন বিজিবির সদস্যরা।

বুধবার (১০ মে) রাত ১০টার দিকে টেকনাফের নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় অভিযান চালিয়ে এ মাদক জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

গ্রেফতাররা হলেন মিয়ানমারের মংডু এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. রবি মোল্লা (২৩) এবং আবুল কালামের ছেলে মো. আয়াছ (২৫)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমার থেকে দেশে মাদকের চালান ঢুকতে পারে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে ব্যাটালিয়ন সদর থেকে দুইটি বিশেষ টহল দল এবং দমদমিয়া বিওপি থেকে একটি টহলদল টেকনাফ দমদমিয়া সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালায়। এসময় নৌকাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, পরে কাঠের নৌকা তল্লাশি করে জালের ভেতরে পলিব্যাগে মোড়ানো দুইটি পোটলা থেকে ৭ কেজি ৩৮২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাবরাং ও নাজিরপাড়া বিওপির বিজিবির টহলদল নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন আরও ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আরও জানান, মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে আইস-ইয়াবা পাচারের দায়ে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীন ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!