বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

পরিচ্ছন্ন ও নিরাপদ কক্সবাজার নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের অভিযান : জরিমানা ৭০ হাজার

সিসিএন নিউজ :
আসন্ন ঈদ উপলক্ষ্যে পরিচ্ছন্ন ও নিরাপদ কক্সবাজার নগরী নিশ্চিতকল্পে ৪ এপ্রিল জেলা প্রশাসনের পর্যটন সেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা এর নেতৃত্বে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়৷

হোটেল, রেস্তোরাঁ এবং গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে অভিযান চালানো হয়৷ এসময় ফায়ার সেফটি, খাদ্য পরিবেশনের পরিবেশ, ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন পরিচ্ছন্নতা এবং ফ্রন্ট ডেস্কে জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্রের হটলাইন নম্বরসমুহ প্রদর্শন এর জন্য নির্দেশনা দেওয়া হয়।

এসময় ওয়ার্ল্ড বীচ রিসোর্টকে ২০,০০০/- দাওয়াত রেস্তোরাকে ২০,০০০/- সি প্যারাডাইস হোটেলকে ২০,০০০/- সী ক্রাউন হোটেলকে ১৫,০০০/-, ঘরের স্বাদ রেস্তোরাঁকে ১০,০০০/- টাকা অর্থদন্ড দেওয়া হয়। কলাতলী মোড় সংলগ্ন ফুটপাথ দখলকারী অবৈধ কাউন্টার উচ্ছেদ ও মালামাল জব্দ করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব নাজমুল ইসলাম, ফায়ার সার্ভিস কক্সবাজারের ইন্সপেক্টর জনাব জাহেদুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর জনাব জহরলাল পাল উপস্থিত ছিলেন।
নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার বাহিনীর সদস্যবৃন্দ এবং বীচ ম্যানেজমেন্ট কমিটির স্টাফগণ।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!