বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

পর্যটক ভেবে সাংবাদিককে ছিনতাইয়ের চেষ্টা

সিসিএন প্রতিবেদক:
কক্সবাজারের সদর উপজেলার খরুলিয়া টেক নামক এলাকায় পর্যটক ভেবে গাড়ি গতিরোধ করে বাইক ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ছিনতাইকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

অভিযুক্ত ছিনতাইকারীরা হলেন খরুলিয়া এলাকার সাবেক মেম্বার শামশু আলমের পুত্র আরমান।

ঝিলংঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে অভিযুক্ত ছিনতাইকারী ও তার সহযোগীদের পরিচয় শনাক্ত করা হয়। এই আরমান প্রায় সময় পর্যটকসহ বহিরাগতদের থামিয়ে ছিনতাই করে। তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। পড়শুও তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।’

ভুক্তভোগী সাংবাদিক সাইদুল ফরহাদ জানান, ‘রামু চা বাগান এলাকা কিছু রেস্তোরাঁর কারণে বেশ পরিচিত লাভ করেছে। আমিসহ আমার কয়েকজন বন্ধু নিয়ে ঐখানে যায়। খেয়ে ফেরার পথে Fz v3 একটা বাইক নিয়ে তিনজন যুবক টর্চ লাইট জ্বলিয়ে আমার চলন্ত বাইক গতিরোধ করে। কারণ জানতে চাইলে বাইকের চাবি নিয়ে টানাটানি করে। চাবি না দেওয়ায় ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। হাতে হেলমেট থাকায় ছুরির আঘাত শরীরে লাগেনি।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, ‘ভুক্তভোগী সাংবাদিক বিষয়টি আমাদের জানালে তাৎক্ষণিক আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাংবাদিককে উদ্ধার করেন।অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!