শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

পাখি শিকার করতে বাঁধা দেয়ায় সাংবাদিক আহমদ গিয়াসের উপর হামলা, আটক ১

সিসিএন প্রতিবেদক:
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও পরিবেশবাদী আহমদ গিয়াসের উপর হামলা চালিয়েছে পাখি শিকারীরা। হামলায় তিনি রক্তাক্ত হয়েছেন।

সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে দরিয়ানগরের সাংবাদিক আহমদ গিয়াসের বাড়ি সংলগ্ন স্থানে এই এই ঘটনা ঘটে।

এই ঘটনায় পাখি খেকো স্থানীয় ঝিরঝিরি পাড়ার জুনাইদ নামে এক পাখি শিকারীকে আটক করা হয়েছে।

স্থানীয় পরিবেশকর্মী এইচ এম পারভেজ জানান, সাংবাদিক আহমদ গিয়াসের বাড়ি সংলগ্ন পাহাড়ের ঢালে বাসা বেঁধে পাখিরা থাকে। এসব পাখি শিকার করার জন্য স্থানীয় কিছু লোকজন চেষ্টা চালায়। তাদের পাখি শিকার না করতে বারণ করে তারা সাংবাদিক আহমদ গিয়াসকে মারধর করে। এতে তিনি রক্তাক্ত হয়েছেন। পরে খবর পেয়ে স্থানীয়রা এসে এক পাখি শিকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর