সোমবার, অক্টোবর ২, ২০২৩

পাহাড়তলীতে আ.লীগ নেতাকে হত্যা : সেই যুবলীগ নেতা ছেলেসহ গ্রেফতার

রনি পারভেজ (চট্টগ্রাম) :

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে ভোটের টাকা ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুনের ঘটনায় অভিযুক্ত জসিমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন— জসিম উদ্দিন এবং তার ছেলে মোহাম্মদ রাহাত।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক। তিনি জানান, পাহাড়তলীতে খুনের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রাতে পাহাড়তলী থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর দুপুরে পাহাড়তলীর সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনে প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা হোসেন মান্নাকে খুন করে জসিম উদ্দিন। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর