সিসিএন অনলাইন ডেস্কঃ
কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদলের কলেজ কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (১৬সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে এ ঘটনা ঘটে। এতে শাহাবুদ্দিন নামের এক পল্লী চিকিৎসক আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওমর হায়দার।
তিনি জানান, দুই পক্ষের ছাত্রদলের কলেজ কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে আমরা তাৎক্ষণিক ঘটনা স্থলে যাওয়ায় বড় ধরনের ঘটনা ঘটেনি। পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে ।
ছাত্রদল নেতারা জানান, গত শনিবার পেকুয়া উপজেলা শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ শাখার কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রদল। ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মো. ইশফাতকে সভাপতি ও শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। একই সময়ে আরেকটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কমিটিতে মো. ইয়াসিনকে সভাপতি ও মো. আয়াতকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কমিটির নেতাকর্মীরা। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে চৌমুহনী স্টেশনে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।