শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

পৌর মেয়র মুজিব ওমরা হজ্বে, ভারপ্রাপ্ত মেয়র মাহবুব

সংবাদ বিজ্ঞপ্তি:

পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে ১২দিনের সফরে সৌদি আরব গেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। রোববার ২৯ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা ‍হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন নগর পিতা।

তিনি বিদেশে থাকাকালীন প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন মেয়র মুজিব। নাগরিক সেবা নিশ্চিত করাসহ অফিসের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য প্যানেল মেয়র-১ কে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেয়া হয়।

এদিকে, ১২দিনের বিদেশ সফর সুন্দরভাবে শেষ করে সুস্থ শরীরে দেশে ফিরতে জেলা এবং পৌরবাসীর দোয়া কামনা করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এর আগে দুপুরে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেন নগর পিতা।

এসময় পৌরসভার প্যানেল মেয়রগণ, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীসহ দলীয় নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে বিদায় জানান।

প্রসঙ্গত, একই সফরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীও পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদি আরব গেছেন ৷

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!