রবিবার, অক্টোবর ১, ২০২৩

প্রথম বাংলাদেশি নারী হিসেবে ওয়ানডেতে ফারজানার সেঞ্চুরি

সিসিএন অনলাইন ডেস্ক:

ভারত এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের শিরোপা নির্ধারনী ম্যাচে সেঞ্চুরি করে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন ফারজানা হক।

ফারজানার ১০৭ রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ২২৫ রান। এখন জয়ের উদ্দেশ্যে ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত নারী দল।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ওপেনিংয়ে বাংলাদেশ ৯৩ রানের জুটি করে। ফারজানার সেঞ্চুরি ছাড়াও আউট হওয়ার আগে শামীমা সুলতানা পূর্ণ করেন তার হাফ সেঞ্চুরি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওডিআই ইতিহাসে ফারজানাই প্রথম সেঞ্চুরি করলেন। ১৬০ বলে ১০৭ রানে করে তিনি রানআউট হয়ে সাজঘরে ফেরেন।

প্রথম দুই ম্যাচের একটি করে জিতে সমতায় আছে ভারত এবং বাংলাদেশ।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর