বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

প্রবল বর্ষণে চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ

সিসিএন অনলাইন ডেস্ক:
প্রবল বর্ষণের মধ্যে পাহাড় ধস ও জলাবদ্ধতার মধ্যে মঙ্গলবার চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক মহাপরিচালক নেহাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার দেশের সবচেয়ে ভারী বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। সেখানে ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণ এখনও অব্যাহত রয়েছে এবং বুধবার সকাল পর্যন্ত তা চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

অতি ভারী বর্ষণে এরইমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধস হয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বেশিরভাগ এলাকা। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠে গেছে।

মাউশির মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার ছুটি ঘোষণা করা হলেও সার্বিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় শুধু বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!