নিজস্ব প্রতিবেদনঃ
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৩ (আইজি ব্যাজ) পেলেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের এসআই (নিরস্ত্র)
আবু সাঈদ পিপিএম-সেবা। পুলিশ সপ্তাহে ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি ব্যাজ) পেলেন তিনি।
বুধবার (২৮ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাকে এ ব্যাজ পরিয়ে সনদপত্র তুলে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লহ আল-মামুন।
জানা যায়, আবু সাঈদ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশ্বব উল্লার পুত্র। ২০২৩ সালে মে মাসে এসআই (নিরস্ত্র) হিসেবে ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়নে যোগদান করেন এবং যোগদানের পর হতে তিনি ২০২৩ সালে নিম্নলিখিত উল্লেখযোগ্য কর্মকান্ড সম্পাদন করেন যার স্বীকৃতি স্বরূপ তাঁকে এ পদক প্রদান করা হয়।
কক্সবাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মর্যাদাপূর্ণ এ ব্যাজ পান তিনি। এ পদক অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।