সিসিএন অনলাইন ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপি চেয়ারপারসনে প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, মির্জা ফখরুল ইসলাম গতকাল সোমবার দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন। তখন তাঁর কোভিড পরীক্ষা করানো হয়।গতকাল বিকেলে একটি রাজনৈতিক প্রতিবেদনে মন্তব্য নেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলেছিল প্রথম আলো।
সে সময় মির্জা ফখরুল প্রথম আলোর কাছেও অসুস্থা বোধ করার কথা বলেছিলেন।কোভিড–১৯ পরীক্ষায় আজ মির্জা ফখরুল ইসলামের পজিটিভ ফলাফল পাওয়া গেছে।বিএনপি মহাসচিব কোভিড-১৯ পজিটিভ নিশ্চিত হওয়ার পর আজ ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
করোনাভাইরাস মহামারির সময়ও মির্জা ফখরুল এতে আক্রান্ত হয়েছিলেন।
মির্জা ফখরুল ইসলাম এ নিয়ে মোট তিনবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন