শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ এর শেষ খেলা ৬ ফেব্রুয়ারী 

বঙ্গবন্ধু কক্সবাজার জেলা ফুটবল লীগ-২০২২/২৩ এর শেষ খেলা আগামী ৬ ফেব্রুয়ারী অনুষ্টিত হবে। ৩০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় জেলা ফুটবল এসোসিয়েশনের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি সোয়েব ইফতেখার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন লীগ কমিটির সভাপতি ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সুবির বড়ুয়া ভুলু, কোষাধ্যক্ষ মাসুদ আলম, সদস্য সিব্বির আহমদ, খালেদ আজম বিপ্লব, খালেদা জেসমিন, খালেদ হোসেন, ওয়াহিদ মুরাদ সুমন প্রমুখ। সভার সঞ্চালনা করেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।

শেষ দিনের খেলায় মুখোমুখি হবে অল স্টার ফুটবল ক্লাব, কক্সবাজার এবং শেখ জামাল ক্লাব, চকরিয়া।

উল্লেখ্য শেখ জামাল ক্লাব, চকরিয়া ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।

অন্যদিকে অল স্টার ফুটবল ক্লাব, কক্সবাজারের পয়েন্ট ১০।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!