শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

বঙ্গবন্ধু টানেলে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নারীসহ আহত ৩

সিসিএন অনলাইন ডেস্ক:

​​
বন্দরনগরীর পতেঙ্গা এলাকায় বঙ্গবন্ধু টানেলে বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন।

৩ নভেম্বর শুক্রবারে রাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফাত গণমাধ্যমকে জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে আনোয়ারাগামী একটি বাস পেছন থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন।

তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’

তিনি আরও বলেন, ‘আমরা গাড়ি দুটি জব্দ করেছি। কিন্তু বাসের চালক পালিয়ে গেছে।’

টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

তবে এই দুর্ঘটনায় টানেলের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর