ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে, সীমান্ত শহর টেকনাফ পৌর যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বিকেল ৪ টায় টেকনাফ পৌর শহরের শাপলা চত্বর যুবলীগের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল কবির।
আরও বক্তব্য রাখেন টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল বশর নুরশাদ।
এই প্রস্তুতি সভায় টেকনাফ পৌর যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী যতাযোগ্যা পালন ও প্রীতিভোজ ১৯ আগস্ট আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবাইদু , ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আজিজ, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব, ৪নং ওয়ার্ডের সভাপতি বশির আহমেদ, ৫নং ওয়ার্ডের সভাপতি তৈয়ুব মনু, ৬নং ওয়ার্ডের সভাপতি ফয়েজ উল্লাহ নুনু, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল ফয়েজ। বক্তব্য রাখেন যুবলীগ নেতা রুবেল উদ্দিন, নুরুল আলম, শওকতসহ অন্যান্যরা।

উক্ত প্রস্তুতি সভায় টেকনাফ পৌর শাখার ১ থেকে ৯ নং ওয়ার্ড হতে আগত সভাপতি সাধারণ সম্পাদক, ও পৌর যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।