সিসিএন রিপোর্ট :
বড়পীর আবদুল কাদের জিলানী (রহ.) এর ইছালে সওয়াব (ফাতেহা-এ-ইয়াজদহুম)-উপলক্ষে বায়তুশ শরফ ত্রিরত্ন মেধাবৃত্তি আগামী ৫ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার বিষয়সমূহ হচ্ছে–
তামাদ্দুনিক প্রতিযোগিতা– হিফজুল কুরআন মজিদ, হাম্দ-নাত, ক্বেরাত ও আযান।
ভাষা অলিম্পিয়াড প্রতিযোগিতা – বাংলা, ইংরেজি ও আরবি।৷বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা — পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও ডিজিটাল প্রযুক্তি।সাংস্কৃতিক প্রতিযোগিতা– বিতর্ক, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা।
বায়তুশ শরফ ত্রিরত্ন মেধাবৃত্তি- ২০২৪ এর আহবায়ক ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম জানান, বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ বায়তুশ শরফ কমপ্লেক্স, কক্সবাজার এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এই বছরও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের শিক্ষার্থীদের আহবান করেন।
প্রতিযোগিতার নিয়মাবলিঃ
০১. একজন প্রতিযোগী তামাদ্দুনিক প্রতিযোগিতায় ১টি, ভাষা অলিম্পিয়াডে ১টি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ১ টি
বিষয় বিজ্ঞান অলিম্পিয়াডসহ সর্বমোট ৪ টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে অথবা একজন প্রতিযোগী
তামাদ্দুনিক ৩টি/ভাষা অলিম্পিয়াড ৩টি/সাংস্কৃতিক প্রতিযোগিতা ৩টি ও বিজ্ঞান অলিম্পিয়াড সহ সর্বোচ্চ
৪টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।
০২. পরীক্ষার তারিখ ০৫/১০/২০২৪ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা।
০৩. ফলাফল প্রকাশের তারিখ ০৬/১০/২০২৪ খ্রি: বিকাল ৩.০০ ঘটিকা।
০৪. পুরস্কার প্রদানের তারিখ ১৩/১০/২০২৪ খ্রি: বিকাল ৩.০০ ঘটিকা।
০৫. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে হলে প্রবেশ করতে হবে।
০৬. পরীক্ষার হলে কোন ধরনের হাতঘড়ি, মোবাইল ও ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবেনা। (শুধুমাত্র বিজ্ঞান অলিম্পিয়াডে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে)।
০৭. ১০ ও ২০ পারা হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্ম নিবন্ধন সনদ সাথে আনতে হবে।
০৮. মোট পুরস্কার ১০০ টি। (প্রতি বিভাগে ১ম, ২য় ও ৩য় পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে)।
০৯. প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় পুরস্কার ছাড়াও প্রত্যেক প্রতিযোগিতার জন্য সর্বোচ্চ ১০ টি বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
১০. তামাদ্দুনিক প্রতিযোগিতা মোট পুরস্কার ৩৩ টি (হিফজুল কুরআন মাজিদ – ৬টি, হামদ-না’ত, ক্বিরাত ও আযান- ২৭টি)
১১. ভাষা অলিম্পিয়াডে মোট পুরস্কার ২৭ টি (বাংলা- ৯টি, ইংরেজি-৯টি, আরবি- ৯টি)
১২. সাংস্কৃতিক প্রতিযোগিতা মোট পুরস্কার ২১ টি (আবৃত্তি-৯টি, উপস্থিত বক্তৃতা- ৬টি, বিতর্ক- ৬টি)
১৩. বিজ্ঞান অলিম্পিয়াড ১৯ টি (মেধাভিত্তিক পুরস্কার ৯টি, বিশেষ পুরস্কার ১০ টি)
যে-সব প্রতিযোগী রেজিস্ট্রেশন সম্পন্ন করবে তাদের সম্পূর্ণ তথ্যাদি আগামী ০১/১০/২০২৪ খ্রিঃ দুপুর ১২.০০ ঘটিকার মধ্যে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের ২য় তলায় অবস্থিত বায়তুশ শরফ ত্রিরত্ন মেধাবৃত্তি-২০২৪ এর অস্থায়ী কার্যালয়ে দাখিল করতে হবে।
** তামাদ্দুনিক প্রতিযোগিতা ৫ ও ৬ অক্টোবর ২০২৪ খ্রি: সকাল ৯টায় শাহ কুতুবউদ্দীন আদর্শ দাখিল মাদ্রাসা মিলনায়তন
** সাংস্কৃতিক প্রতিযোগিতা ৫ ও ৬ অক্টোবর ২০২৪ খ্রি: সকাল ১০টায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ মিলনায়তন।
** ভাষা অলিম্পিয়াড ৫ অক্টোবর ২০২৪ খ্রি: সকাল ১০ টায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ মিলনায়তন।
** বিজ্ঞান অলিম্পিয়াড ৫ অক্টোবর ২০২৪ খ্রি: দুপুর ২টায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ।
** রেজিস্ট্রেশন ফি ১০০/- (একশত) টাকা মাত্র।
যোগাযোগ:
তামাদ্দুনিক- মাওলানা ফারহান উল্লাহ্, সিনিয়র শিক্ষক, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ। মোবাইলঃ ০১৮৩১-৬০৪৩৯৫।
বিজ্ঞান অলিম্পিয়াড – রেজাউল করিম, সিনিয়র শিক্ষক , বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ। মোবাইলঃ ০১৮১৮-৭৫৬৮৬৮।
ভাষা অলিম্পিয়াড ও সাংস্কৃতিক প্রতিযোগিতা – মো. দেলোয়ার হোসেন, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল। মোবাইল: ০১৯১৪-২২৭৫৫০।
বায়তুশ শরফ ত্রিরত্ন মেধাবৃত্তি- ২০২৪ এর অস্থায়ী কার্যালয়, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল, কক্সবাজার (২য় তলা)।