সংবাদ বিজ্ঞপ্তি :
হাঁটি হাঁটি পা পা করে ৫০ বছরে পদার্পণ করতে চলেছে কক্সবাজার প্রেসক্লাব। সাফল্যের সব গল্প নিয়ে ২০২৪ সালের স্বনামধন্য এই প্রতিষ্ঠান উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে। যেখানে থাকবে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে বর্ণাঢ্য সব আয়োজন।
একইভাবে শীগ্রই কক্সবাজার প্রেসক্লাবের আধুনিক বহুতল ভবন নির্মাণ কাজও শুরু হবে বলে আশা প্রকাশ করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরী।
কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাবেক সভাপতি বদিউল আলম, এস.এম আমিনুল হক চৌধুরী, মুজিবুর রহমান (সাবেক মেয়র), সাবেক সভাপতি মাহবুবুর রহমান, তোফায়েল আহমদ, মুহম্মদ নুরুল ইসলাম, এডভোকেট আয়াছুর রহমান, মুহাম্মদ আলী জিন্নাত, মমতাজ উদ্দিন বাহারী, আবদুল কুদ্দুস রানা, হাসানুর রশীদ, ইকরাম চৌধুরী টিপু, জাহেদ সরওয়ার সোহেল, মোহাম্মদ হাসিম, শামসুল হক শারেক, কামাল হোসেন আজাদ, খোরশেদ আলম, দীপক শর্মা দীপু, মোহাম্মদ জুনাইদ, মুহাম্মদ মাহবুবুর রহমান, মোরশেদূর রহমান খোকন, সায়েদ জালাল উদ্দিন, আনচার হোসেনসহ প্রেসক্লাবে ৪১ জন সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে অডিট রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক ফরহাদ ইকবাল। সভায় প্রেসক্লাব সদস্যদের আবাসন ব্যবস্থাসহ সংগঠনের অগ্রগতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কক্সবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরে সদস্যগণের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
প্রসঙ্গত: ১৯৭৫ সালে ১২ জন সদস্য মিলে প্রতিষ্ঠা করেন কক্সবাজার প্রেসক্লাব।