ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি :
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে টেকনাফে আওয়ামী লীগ উপজেলা শাখার উদ্যোগে হ্নীলা ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ড শাখার কর্মী সভা সম্পন্ন হয়েছে।
সোমবার ৩১ জুলাই বিকাল ০৪ টায় নাইক্ষ্যংখালী জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে রাশেদ মাহমুদ আলী চেয়ারম্যান এর সভাপতিত্বে এই দুই ওয়ার্ড শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ নুরুল বশর, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা জহির হোসেন এমএ, কায়সার উদ্দিন, জাবেদ ইকবাল চৌধুরী, সেলিম সিকদার।
আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের মেম্বারদের মধ্যে হোসেন আহমদ, হামজালাল, মোঃ ইউছুপ ভূট্টো,আবুল হোসেন সহ এড.মনিরুল ইসলাম, মোঃ শাহ আলম, মৌলভী মোঃ সাকের, মুফিজুর রহমান, সিরাজুল ইসলাম, রেজাউল করিম ও মো: হাসানসহ অন্যান্য নেতা কর্মীরা ।