বার্তা পরিবেশক:
সামাজিক সংগঠন বাংলাদেশ সমতা ঐক্য পরিষদের -এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯এপ্রিল) কক্সবাজার শহরের আবাসিক হোটেল রয়েল বীচে আশরাফুল হাসান রিশাদের সভাপতিত্বে,আবুল কাশেম চৌধুরী রুহান সঞ্চালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমতা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি শাখা,আইন বিষয়ক সম্পাদক, এম এ আজিজ,ঢাকা পোস্ট ডটকমকের কক্সবাজার জেলা প্রতিনিধি,সাইদুল ফরহাদ,জেলার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,আহবায়ক সদর উপজেলা,জামশেদুল ইসলাম, আহবায়ক টেকনাফ উপজেলা কবির আহমেদ কবি, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, পেকুয়া উপজেলার আহবায়ক আমজাদ হোসেন টিপু।
বক্তব্যকালে বাংলাদেশ সমতা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক বলেন, পড়াশোনার পাশাপাশি আমাদের মানবতার সেবার কাজ করতে হবে। তরুণদের এখনই সময়ে,আমাদের সংগঠনের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়াতে হবে।
বক্তব্য রাখেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদ বলেন, ভোগে নয় ত্যাগে মানুষের প্রকৃত সুখ। শুধু সংগঠন করলে হবে না সেবার মাধ্যমে মানুষের মাঝে পৌঁছে যেতে হবে । সংগঠন অনেকে করেন কিন্তু ক’জনে বা পারে মানবতার সেবা করতে।
উক্ত সংগঠন জেলার বিভিন্ন উপজেলায় ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহারসহ বিভিন্ন প্রোগ্রাম করে আসতেছে।