মিশু গুপ্ত:
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা একজন মহিলা হাজতি পলিয়েছে।
২৪ অক্টোবর রাতে কক্সবাজার সদর হাসপাতাল চিকিৎসাধীন থাকা ওই নারী আসামী ওয়াশরুমে যাওয়ার অজুহাতে পালিয়ে যায়।
মহিলা হাজতির উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর পুকুরিয়া এলাকার মৃত নজরুল ইসলাম মেয়ে।
জানা যায় রাশেদাকে উখিয়া থানার মামলা নং-৩৪ দন্ডবিধি-৩৬৫/৩৮৬/৩৪ এ গ্রেফতার করা হয়।রাশেদা মৃগীরোগে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়,সন্ধ্যা ৭ টার দিকে ঘূর্ণিঝড় হামুন যখন তান্ডব চালাচ্ছিল সেই সুযোগে বাথরুমে যাওয়ার কথা বলে উপস্থিত দুইজন কারা-রক্ষীকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া ওই মহিলার হাজতি নং-৫৭১/২৩(উখিয়া) এই বিষয়ে জানার জন্য কক্সবাজার কারাগারের জেলার শওকত হোসেন মিয়া সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কক্সবাজারে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে তা সম্ভব হয়নি।