সিসিএন অনলাইন ডেস্ক :
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাংপাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে আজ শুক্রবার দুপুরে রোয়াংছড়ি থানায় নিয়ে আসে পুলিশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পড়নে ‘ইউনিফর্ম’ রয়েছে। তবে এখনো তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খামতাংপাড়া রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এটি রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকা। গতকাল সন্ধ্যার দিকে সেখানে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনার পর পাড়ার বেশির ভাগ বাসিন্দা রুমা ও রোয়াংছড়ি উপজেলায় এসে আশ্রয় নেন।
তবে কোন দুটি পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
সূত্র:প্রথম আলো