শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

বান্দরবানে কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার, মাইন বিস্ফোরণে আহত ২

সিসিএন ডেস্ক:
বান্দরবানের থানচি থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার করেছে যৌথবাহিনী।

বুধবার (২৬ জুন) সকালে থানচি উপজেলার সিলোপিপাড়া ও তাজিংডং পাহাড়ে অভিযান পরিচালনার সময় মরদেহটি উদ্ধার করা হয়। এসময় সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হয় ২ গ্রামবাসী।

জানা গেছে, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সন্ত্রাসীদের ধরতে বুধবার সকালে থানচি উপজেলার সিলোপি পাড়া ও তাজিংডং পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে কেএনএফ সদস্যরা। জবাবে সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় কেএনএফ সন্ত্রাসীরা। পরে সেনাসদস্যরা সিলোপিপাড় ও তাজিংডং পাহাড় তল্লাশি করে কেএনএফ সদস্যের একটি মরদেহ উদ্ধার করে। এসময় সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ২ গ্রামবাসী আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে আসা হয়।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ব্যাংক ম্যানেজারকে অপহরণের পর কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে শুরু হয় যৌথ অভিযান।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!