শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

বান্দরবানে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

সিসিএন অনলাইন ডেস্ক:

বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়‌নের ২৭‌ কি‌লোর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী কু‌কি‌চিন ও জঙ্গি বা‌হিনীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের গোলাগুলি চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে থান‌চির রেমাক্রি নতুন ব্রিজ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।

সকালে র‌্যাব-৭ এর আভিযানিক দলের সদস্যরা পাহাড়ে অভিযান শুরু করে। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কু‌কি‌চিনের সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগু‌লি শুরু হয়।

এ বিষয়ে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, সকা‌লে র‌্যাবের অভিযা‌নের সময় হঠাৎ কু‌কি‌চিন ও জ‌ঙ্গি বা‌হিনী গু‌লি চালা‌লে র‌্যাবও পাল্টা গু‌লি চালায়। এখ‌নো গোলাগুলি চল‌ছে। বিস্তা‌রিত প‌রে জানা‌নো হবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে থান‌চির রেমাক্রি নতুন ব্রিজ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।

সকালে র‌্যাব-৭ এর আভিযানিক দলের সদস্যরা পাহাড়ে অভিযান শুরু করে। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কু‌কি‌চিনের সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগু‌লি শুরু হয়।

এ বিষয়ে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, সকা‌লে র‌্যাবের অভিযা‌নের সময় হঠাৎ কু‌কি‌চিন ও জ‌ঙ্গি বা‌হিনী গু‌লি চালা‌লে র‌্যাবও পাল্টা গু‌লি চালায়। এখ‌নো গোলাগুলি চল‌ছে। বিস্তা‌রিত প‌রে জানা‌নো হবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!