শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

বালুখালী ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

সিসিএন ডেস্ক:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ওয়ান শুটারগানসহ রহমত কবির (২০) নামের আরসার এক সদস্যকে আটক করেছে এপিবিএন।

রোববার (২১ মে) রাতে উখিয়ার ক্যাম্প-৯ এর আই ২ ব্লক থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়। রহমত কবির ওই ক্যাম্পের আমির মুল্লুকের ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় অস্ত্রসহ রহমত কবির নামের এক রোহিঙ্গা যুবককে আটক করে।

তিনি জানান, গ্রেফতার কবির আরসার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর