বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

বাস ছাড়তে বলাই পর্যটককে মারধর, গ্রিন লাইন পরিবহনের চালক আটক

সাইদুল ফরহাদ:
কক্সবাজার শহরের কলাতলীতে সময় অনুযায়ী বাস ছাড়তে বলাই হাসান হাবীব নামে এক পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে গ্রিন লাইন পরিবহনের বিরুদ্ধে। পরে জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে আটক করে। এসময় গ্রিন লাইন পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫মার্চ) রাত ১১টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তি গ্রিন লাইন পরিবহনের চালক বাবুল খন্দকার।

বিষয়টি নিশ্চিত করেন, পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ঢাকা থেকে পরিবার নিয়ে আগত পর্যটক আহসান হাবীব তার পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে আসেন।আজ তিনি গ্রিন লাইন পরিবহণ নিয়ে ঢাকায় ফিরছিলেন। সময় অনুযায়ী (নিয়ম) গাড়ি ছাড়তে বলাই ভুক্তভোগী পর্যটককে অশ্লীল ভাষায় গালাগালি করেন। এক পর্যায়ে হাত তুলেন। পরে তারা বিষয়টি আমাদের জানালে আমরা তাৎক্ষণিক একটি টিম নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত চালক কে আটক করতে সক্ষম হলেও বাকী তিন জন পালিয়ে যায়। এসময় গ্রিন লাইন পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!