ইউসুফ বিন হোসাইন, চকরিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ্উদ্দিন আহমদের স্বদেশ প্রত্যাবর্তনে নিজ এলাকা চকরিয়ায় যুবদলের স্বাগত মিছিল হয়েছে।
১০ আগস্ট শনিবার বিকেলে পৌরশহরের জনতা শপিং কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে থানা রাস্তার মাথায় গিয়ে (চট্টগ্রাম -কক্সবাজার) মহাসড়ক প্রদক্ষিণ করে। পুনরায় জনতা শপিং সেন্টার এসে মিছিলটি মিলিত হয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সভাপতি এম.ওমর আলী বলেন, গত ১৭ বছর এ দেশে গণতন্ত্র ছিলনা। গণতন্ত্র ফিরিয়ে আনতে গিয়ে সালাহ্উদ্দিন সাহেবকে গুম করেছিল স্বৈরাচারী সরকার।
এসময় সঞ্চালনায় থাকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়ার সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন,শহিদুল ইসলাম সিকদার, শহিদুর রহমান কায়সার, ফরহাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম সহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ২০১৫ সালের ১০মার্চ রাজধানী ঢাকার উত্তরা বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ভারতের শিলংয়ে পাওয়া যায়। রাষ্ট্রীয় আইনি জটিলতায় দেশে ফিরতে পারেননি তিনি। দীর্ঘ ৯বছর পর আগামী রোববার দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। এখবরে চকরিয়া-পেকুয়ার বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।