সিসিএন অনলাইন ডেস্কঃ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিনা অনুমতিতে বের হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে ২৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬সেপ্টেম্বর) দিনব্যাপী উখিয়া চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (১৭সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলি।
তিনি জানান, রোহিঙ্গাদের ছড়িয়ে যাওয়া ঠেকাত এই অভিযান চলানো হয়। মূলত এপিবিএনের নিরাপত্তা ফাঁকি দিয়ে অবৈধভাবে বেরিয়ে আসছে।আটককৃত রোহিঙ্গাদের আইনী ব্যবস্থা গ্রহণের জন্য কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসির কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।