সিসিএন প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯৫ হাজার ইয়াবা, ৮৬ হাজার জাল টাকা ও ইয়াবা বিক্রয়ের ৩ লক্ষ ৮৪ হাজার টাকাসহ এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব ১৫।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৫ টার দিকে টেকনাফ পৌরসভার খানকার ডেইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা, জাল টাকা জব্দ ও তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – টেকনাফ পৌরসভার ৯ নং ওয়ার্ডের খানকার ডেইল এলাকার বাসিন্দা কানিজ ফাতেমা (৩১) ও তার সহযোগী নাছির উদ্দিন পিন্টু (২৯)।
অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমার হতে ইয়াবার চালান দেশে আনার অন্যতম প্রধান কুশীলব রোহিঙ্গা তরুণী ফাতেমা ও তার স্বামী জয়নাল। ইয়াবা কারবারের পাশাপাশি চলতো তাদের জাল টাকার রমরমা ব্যবসাও। দীর্ঘদিন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও সুকৌশলী ফাতেমা বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ১১ এপ্রিল ফাতেমা, পিন্টুসহ পলাতক ব্যক্তিরা টেকনাফের একটি বাড়িতে ইয়াবা পাইকারি কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হলে র্যাব সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এ সময় অন্য তিনজন র্যাবের উপস্থিতি আঁচ করতে পেরে দৌড়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা ও জাল টাকার কারবারের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
আটক ও পলাতক ৫ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।