সোমবার, অক্টোবর ২, ২০২৩

বিয়ের ৬ মাস পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঈদগাঁও প্রতিনিধি:

বিয়ের ৬ মাস পরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহতের ভাইয়ের দাবি আত্মহত্যা নয় এটি হত্যা।

১৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জালালাবাদের পালাকাটা এলাকার নজরুলের স্ত্রী জমিলার ঝুলন্ত লাশ তার শাশুড় বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকার শামসুল আলমের মেয়ে জমিলা গত ৬ মাস আগে জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার নজরুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের ২ দুই মাস পর নিহতের স্বামী নজরুল মালেশিয়া গমন করেন। তার পর থেকে স্বামী নজরুল সহ তার শাশুড়ী নিহত জমিলা কে বিভিন্ন ভাবে শারিরীক, মানসিক নির্যাতন করতো, একপর্যায়ে জমিলার শাশুড়ী তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ নিহতের ভাই মনিরের

তিনি আরো বলেন, গত ঈদুল আযহায় তার বোন জমিলাকে ছাগল উপহার দেয়, এই উপহার পেয়ে জমিলার শাশুড়ী সন্তুষ্ট না হয়ে গরু দাবি করে এবং এ নিয়েও জমিলাকে তার শাশুড়ী অনেক মানসিক নির্যাতন করে।
পুলিশ বলছেন ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর