বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বেইলি রোডে ট্র্যাজেডিঃ ৪৪ মরদেহ হস্তান্তর, এখনো পরিচয় মেলেনি ২ জনের

সিসিএন অনলাইন ডেস্কঃ

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় এখনও হাসপাতালে ভর্তি আছেন পাঁচজন। তবে তাদের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতের এই ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন তিনজন, আর ঢাকা মেডিকেলে বাকি দুইজন। দুপুরের তাদের পর্যবেক্ষণের পর আরও দুই-একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে। এছাড়া ঘটনাটিতে নিহত ৪৪ জনের লাশ হস্তান্তর হলেও পরিচয় নিশ্চিত না হওয়ায় এখনও মর্গে পড়ে আছে দুইটি লাশ।

এর আগে রোববার দুইজনকে ছাড়পত্র দেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মারা যান ৪৬ জন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!