শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

বেলের ব্যাটারি শেষ, জ্বলেনি আলো, রানআউট হয়েও বাঁচলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান

সিসিএন অনলাইন ডেস্ক:

ঘটনাটা অদ্ভুতই!

শনিবার অকল্যান্ডে নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে এমন একটা ঘটনা ঘটেছে, যেটির পর এ–সংক্রান্ত আইন বদলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

শ্রীলঙ্কার চামিকা করুনারত্নে রানআউট হয়েও বেঁচে যান স্টাম্প–বেলসের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায়। করুনারত্নে তাঁর ব্যাটিং সঙ্গী লাহিরু কুমারার ডাকে একটি বলে দ্বিতীয় রান নিতে গিয়েছিলেন। নিউজিল্যান্ডের ফিল্ডাররা বল ধরে থ্রো করেছিলেন স্টাম্প ভাঙতে। কিন্তু স্টাম্প ভাঙলেও বেলের আলো না জ্বলায় আউট হননি করুনারত্নে।

সেই মুহূর্তের ভিডিও ফুটেজে দেখা গেছে ব্লেয়ার টিকনারের থ্রো যখন স্টাম্প ভেঙে দেয়, তখন বেলসের আলো জ্বলেনি। সে হিসেবে তৃতীয় আম্পায়ার করুনারত্নেকে আউটই দেননি। করুনারত্নে অবশ্য ড্রেসিংরুমের দিকে হাঁটা দিয়েছিলেন, স্বাভাবিকভাবেই। কিন্তু আম্পায়ার তাঁকে ফেরান। যদিও এই সময় নিউজিল্যান্ডে ক্রিকেটাররা প্রতিবাদ জানাচ্ছিলেন।

করুনারত্নে রান আউট হয়ে ফিরে যাচ্ছিলেন। কিন্তু বেলের আলো না জ্বলায় তাঁকে ফিরিয়ে আনা হয়।
করুনারত্নে রান আউট হয়ে ফিরে যাচ্ছিলেন। কিন্তু বেলের আলো না জ্বলায় তাঁকে ফিরিয়ে আনা হয়।

সেই সময়ে ধারাভাষ্যে থাকা নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেগ ম্যাকমিলান বলেছেন, তিনি নাকি পুরো ব্যাপারটি বুঝতে পারছেন না। ব্যাটসম্যান ক্রিজের বাইরে, ফিল্ডারের থ্রোতে সেই প্রান্তের স্টাম্প ভেঙে গেছে, তবুও নট আউট হয় কীভাবে!

Not out 🏏 due to dead battery 😂#SparkSport #NZvSL pic.twitter.com/tYE044lemd— Spark Sport (@sparknzsport) March 25, 2023

‘অদ্ভুত! একটা ব্যাটারি আপনার বারোটা বাজিয়ে দেবে। তবে আলো না জ্বললেও স্টাম্প থেকে বেল আলাদা হয়েছে, এটা পরিষ্কার! ব্যাটসম্যানও তো ড্রেসিংরুমের দিকে হাঁটা দিয়েছিল। সে বুঝেছিল, সে আউট। পরে তাকে ডেকে ফেরানো হলো কেন, এই সিদ্ধান্তটা বুঝতে পারছি না’—ম্যাকমিলানের মন্তব্য।

সেই রানআউট না পেলেও ম্যাচটা অবশ্য বিরাট ব্যবধানেই জিতেছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ডের ২৭৪ রানের জবাবে লঙ্কানরা গুটিয়ে গেছে মাত্র ৭৬ রানেই। অ্যাঞ্জেলো ম্যাথুস, চামিকা করুনারত্নে আর লাহিরু কুমারা ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি কোনো লঙ্কান ব্যাটসম্যানই।

সূত্র: প্রথম আলো

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!