শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

ব্রিকসে নতুন সদস্য হলো ৬ দেশ, নেই বাংলাদেশের নাম

সিসিএন অনলাইন ডেস্কঃ

ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নতুন সদস্য হচ্ছে ৬ দেশ। সম্মেলনের আগে প্রায় ৪০টির মতো দেশ ব্রিকসে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিল। বাংলাদেশও সদস্য হওয়ার আবেদন জানিয়েছিলো, তবে ৬ দেশের তালিকায় ঠায় পায়নি বাংলাদেশের নাম। নতুন সদস্যভুক্ত ৬টি দেশ হলো- মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও আর্জেন্টিনা।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে এমনটি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাপোসা বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে এ ছয়টি দেশের সদস্যপদ কার্যকর হবে।

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট হলো ব্রিকস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার আদ্যক্ষরে এর নামকরণ। ২০১০ সালে সাউথ আফ্রিকা যোগ দেওয়ার আগে এটি ব্রিক নামে পরিচিত ছিল। যা ২০০১ সালে যাত্রা শুরু করে। এর সদর দপ্তর চীনের সাংহাইয়ে।

এবার ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। এ সম্মেলনের আগে জোটে সদস্য বাড়ানো নিয়ে ব্রিকসের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে পরে এ নিয়ে একমত হন জোটটির নেতারা। ব্রিকস সম্মেলনে এবার যোগ দিয়েছেন বিশ্বের ৫০টি দেশের প্রধান।

২০৫০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গঠিত এই জোটের লক্ষ্য- বিশ্বশান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতা। এ ছাড়া মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় ব্রিকস।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর