শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

ভারতের কাছ থেকে ৭৫ শতক জমি ফেরত পেল বাংলাদেশ

সিসিএন অনলাইন ডেস্ক:

নওগাঁর আগ্রাদিগুনা সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি, ৭৫ শতক জমি ভারতের কাছ থেকে ফেরত পেল বাংলাদেশ।

আজ বুধবার (১২ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পর্যায়ে যৌথ মাপযোগ শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তাগণ ও ভূমি জরিপ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ছিলেন, ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন ও ১৬৪ বিএসএফের কমান্ডেন্ট এসকে মিশ্রা।

স্থানীয়রা জানান, জমিটি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে। দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশি চাষিরা চাষাবাদ করছেন। চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেয় বিএসএফ।

১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ জানান, এই জমিটি নিয়ে ৫০ বছর ধরে বিবাদ চলছিল। দুদেশের যৌথ জরিপে এটি বাংলাদেশের সম্পত্তি তা প্রমাণিত হয়েছে। চাষিরা আবারও তাদের জমিতে চাষাবাদ করতে পারবেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!