শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

ভুলের ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করল বিদ্যানন্দ

সিসিএন অনলাইন ডেস্ক:

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পোশাক কিনে তা দিয়ে অলংকার তৈরির কিছু ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছে বিদ্যানন্দ। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

রবিবার ১৬ এপ্রিল দুপুরে এক ফেসবুক পোস্টে নিজেদের ভুল স্বীকার করে বিদ্যানন্দ। একই সঙ্গে এ ভুলের ঘটনায় নিজেদের ব্যাখ্যাও তুলে ধরেছে স্বেচ্ছাসেবী সংস্থাটি।

বিদ্যানন্দের ভেরিফায়েড পেজ থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়, সাম্প্রতিক বিদ্যানন্দ পেজে পোস্ট হওয়া একটি কোলাজ ছবিতে ভুল ছবি সংযুক্ত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রজেক্ট টিম বঙ্গবাজারের পোড়া কাপড় থেকে অলংকার বানানোর জন্য ইন্টারনেট থেকে বেশ কিছু স্যাম্পল ছবি ডাউনলোড করে। স্যাম্পল ছবি দেখে বানানো প্রডাক্টগুলোর ছবি সোশ্যাল মিডিয়া টিমকে পাঠানোর সময় ভুলবশত ইন্টারনেটের রেফারেন্সিয়াল ছবিগুলোও পাঠিয়ে দেয়।

সোশ্যাল মিডিয়া টিম যথাযথ ভেরিফিকেশন ও অনুমোদন ছাড়া ছয়টি ছবির একটি কোলাজ তৈরি করে যেখানে দুটি ছবি বিদ্যানন্দের হলেও বাকি চারটি ছবিই হয় ইন্টারনেটের সেই রেফারেন্সিয়াল ছবি।

বিদ্যানন্দ বলে, এ ভুল আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে আমরা পোস্টটি ডিলিট করি এবং ইন্টারনাল ইনভেস্টিগেশন করি। আমরা ভুল ছবি কমিউনিকেট করার দায়ভার নিচ্ছি এবং পেজের সম্মানিত শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

বিদ্যানন্দের প্রতি আপনাদের আবেগ, বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসাকে আমরা সম্মান করি। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল না হয়, সে ব্যাপারে যত্নশীল ও আন্তরিক হওয়ার চেষ্টা করব।

আজ বিদ্যানন্দের ফেসবুক পেজে ‘বঙ্গবাজারের পোড়া কাপড়ের তৈরি অলংকার’ ক্যাপশনে ছয়টি ছবি পোস্ট করে। এর মধ্যে চারটি ছবিই গত ৯ মার্চ একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!