বার্তা পরিবেশক:
” এসো শিল্পী হই, এসো শিল্পীর পথ ধরে চলি” স্লোগানে পথ চলা উখিয়ার অন্যতম আর্ট স্কুল “শ্যামল প্রকৃতি আর্ট স্কুল” এ ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
২৫ এপ্রিল মঙ্গলবার শ্যামল প্রকৃতি আর্ট স্কুল ৬ বছর পূর্তি অনুষ্ঠানে ছিলো দিন ব্যাপী আয়োজন। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন, মঙ্গল শোভাযাত্রা, চিত্রাংকন, সংগীত, দৌড় প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান বাবু স্বপন শর্মা রণি।
আরো উপস্থিত ছিলেন উখিয়া থানা বহুমুখী শীল কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি বাবু অজিত শর্মা নিতাই শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা জীয়ন্ত রাজুএবং শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের কার্য্যকরি পরিষদের সম্মানিত সভাপতি বাবু আপন শর্মা, সাধারণ সম্পাদক অজয় শর্মা শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব রিন্টু শর্মা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের আহবায়ক চম্পা শর্মা এবং সঞ্চালনা করেন নিকাশ শর্মা।
অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ নাটক ‘দইজ্জার ফুল ও মহল্লা’ পরিবেশিত হয়।
রাতের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্মল আর্ট স্কুল কেন্দ্রীয় সংসদ কক্সবাজার , সবুজ পাতা আর্ট স্কুল শাখা সংসদ মহেশখালী,বাকঁখালী আর্ট স্কুল শাখা সংসদ রামু এবং এস এম সুলতান আর্ট স্কুল কক্সবাজার শাখা।উপস্থিত ছিলেন ওপেন আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী অরণ্য শর্মাসহ আরো অনেকে।