বুধবার, মার্চ ২৬, ২০২৫

মহেশখালীতে ডাকাতের গুলিতে পুলিশ সদস্য আহত

সাইদুল ফরহাদ:

কক্সবাজার মহেশখালীতে ডাকাতের গুলিতে মনির আহমদ (২৮) নামক এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

গত মঙ্গলবার (১৪ মে) রাতে উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর কাছে এ ঘটনা ঘটে।

আহত মনির আহমদ মহেশখালী থানার মাতারবাড়ি ফাঁড়িতে পুলিশ সদস্য।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন, নিয়মিত উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। এসময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারে ১৫-২০জন গাড়ি থামিয়ে ডাকাতি করছে।এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি।এসময় আমাদের এক পুলিশ সদস্য আহত হয়।তাকে

উদ্ধার করে প্রথমে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে ১০-১২ জনের বন্দুকধারী একটি দল মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের দারাখাল সেতুর পাশে ডাকাতি করছিল। তারা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন মালামালের গাড়ি, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় ডাকাতরা। এতে ওই পুলিশ সদস্য আহত হয়।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!