শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

ফিলিস্তিনে নির্বিচারে শিশু হত্যা ও নারকীয় নির্যাতন বন্ধের প্রতিবাদে শৈবাল খেলাঘর আসরের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সিসিএন প্রতিবেদকঃ

মৈত্রীর বন্ধনে শান্তিময় পৃথিবী চাই স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনে বেপরোয়া ইজরাইল কর্তৃক সাধারণ নাগরিকদের নির্বিচারে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শৈবাল খেলাঘর আসর।

২০ অক্টোবর (শনিবার) বিকাল ৪ টায় মহেশখালী উপজেলা গেটের সামনে স্কুল পড়ুয়া ছাত্র, শিক্ষক, মৌলভী, স্থানীয় জনসাধারণ, সাংবাদিকদের উপস্থিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শৈবাল খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সাহিত্যকর্মী সাংবাদিক সুব্রত আপনের পরিচালনায়, খেলাঘরিয়ান সাংবাদিক ফারুক ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মৌলভী মোঃ ইউনুছ, মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আ.ন.ম হাসান, সাংবাদিক শাহাব উদ্দীন সিকদার, কাউন্সিলর আজিজ মিয়া, সাবেক কাউন্সিলর জয়নাল, শিক্ষক জসিম উদ্দীন, সাংবাদিক হামিদ কায়ছার, সোনালী লাইফ ইন্সুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার নুরুল কামাল আকাশ, মানবাধিকার কর্মী আব্দুল আউয়াল অপি, সাহিত্যকর্মী রহমান মিজান, শিল্পী সুমন খান প্রমুখ।

বক্তারা অনিতি বিলম্বে ফিলিস্তিনি নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে পৃথিবীর সকল মানবতাবাদী সংগঠনকে সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের প্রয়োজনীয়তা সামগ্রী, প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিরাপত্তার নিশ্চিতকরণের আহ্বান জানান। পরিশেষে উপস্থিত সকলে শৈবাল খেলাঘর আসরের এমন আয়োজনকে স্বাগত জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শৈবাল খেলাঘর আসরের সভাপতি কবি সাইয়্যিদ মঞ্জু।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর