সিসিএন অনলাইন ডেস্কঃ
মহেশখালী ঘাট থেকে কক্সবাজার যাওয়ার পথে যাত্রীবাহী একটি স্পিডবোটের খোড়ল ফেটে সাগরের মাঝপথে দুর্ঘটনার শিকার হয়।
রবিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬ টায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক মহেশখালী ঘাট থেকে তিনটি স্পিডবোট গিয়ে দুর্ঘটনার শিকার ওই স্পিডবোটে থাকা ৭ যাত্রীসহ স্পিডবোটটি উদ্ধার করা হয়েছে বলে জানান মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। দুর্ঘটনার শিকার ওই স্পিডবোট মহেশখালী পৌরসভার বাসিন্দা সেলিম উল্লাহ’র পুত্র মো. মোরশেদ আলমের মালিকানাধীন বলে জানা যায়।
মহেশখালী কক্সবাজার নৌ-পথে যাত্রীবাহী অনেক স্পিডবোটের ফিটনেস দুর্বল। এইসব ফিটনেসবিহীন স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী সচেতন মহলের।