বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

মিয়ানমার থেকে নৌকায় চেপে এলো গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী

সিসিএন অনলাইন ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা নারীসহ নৌকায় চেপে বাংলাদেশে ঢুকেছে পাঁচজন। আজ শনিবার বিকাল পাঁচটার দিকে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছে।

শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা মো. মাসুদ মির্জা বলেন, বিকালে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছে। সেখানে নৌকার মাঝিসহ পাঁচজন লোক ছিল। এদের মধ্যে একজন নারী গুলিবিদ্ধ রয়েছেন। শুনেছি তারা নাকি চিকিৎসার উদ্দেশ্যে এসেছেন।

শাহপরীর দ্বীপ জেটিতে মাছ ধরতে যাওয়া স্থানীয় যুবক রুবেল বলেন, আমরা জেটিতে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। এমন সময় একটি নৌকা জেটিতে পৌঁছে। নৌকায় একজন লোককে শুয়ে রাখা হয়েছে। শুনেছি তিনি গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী।

এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, রোহিঙ্গা নৌকাটি ফেরত পাঠানো হবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!