সোমবার, অক্টোবর ২, ২০২৩

মিয়ানমার থেকে সাঁতরিয়ে টেকনাফ এলো হাতি

ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ :

নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমার থেকে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় এক বন্য হাতি এসেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে দলছুট হয়ে সাঁতরে নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে আসতে পারে হাতিটি।

সোমবার (৩ জুলাই) ভোর রাতে হাতিটিকে ওই এলাকায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। হাতিটির উচ্চতা প্রায় সাত ফুট।

কক্সবাজার দক্ষিণ উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান এ তথ্য জানিয়ে বলেন, হাতিটি শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ছোটাছুটি করছে। হাতিটিকে উদ্ধার করে নিরাপদে টেকনাফের বনে ফেরানোর চেষ্টা চলছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর