মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

মুক্তিপণে ছাড়া পেলেন টেকনাফে অপহৃত শিক্ষক

সাইদুল ফরহাদঃ
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার শিক্ষক রবিউল আলম ১লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

রোববার (৩১মার্চ) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং খারাংখালী বাজারে তাঁকে রেখে যায় অপহরণকারীরা।

অপহৃত রবিউল আলম টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

এর আগে রোববার (৩১মার্চ) বাড়ি ফেরার পথে টমটম গাড়ি গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা। পরে রাতে কল দিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়

সোমবার (১ এপ্রিল) রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি জানান,গতকাল অপহৃত হওয়া স্কুল শিক্ষক রবিউল আলম ১ লক্ষ টাকায় হোয়াইক্যং খারাংখালী বাজার এলাকা হতে কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে। সে সুস্থ আছেন।

অপহরণের শিকার শিক্ষক রবিউল আলমের স্ত্রী বলেন, আমার স্বামী বাসায় ফেরার পথে টমটম গাড়ি গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা।পরে রাত দেড় টার দিকে আমার স্বামীর মুঠোফোন নাম্বার থেকে কল দিয়ে নিজেদের অপহরণকারী পরিচয় দিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।আজ রাত ১০টার দিকে ১লক্ষ টাকা দিলে ছেড়ে দেন।

পুলিশের তথ্য বলছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১১৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের পরিবারের তথ্য বলছে অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!